• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রেলক্রসিং, তবু নেই গেটম্যান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ২৩:১৯
রেলক্রসিং, তবু নেই গেটম্যান
রেলক্রসিং, তবু নেই গেটম্যান

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পার হতেই কিছুটা দূরে আলিনগর উচ্চবিদ্যালয় এলাকায় প্রথম রেলক্রসিং। এটি চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হয়। এ পথ দিয়ে ট্রাক-বাসসহ অন্য যানবাহন শহরের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে।

এই ক্রসিং পার হয়ে কিছু দূরেই হাজিরমোড়। সেখানেও ভুতপুকুর গ্রামসহ আশপাশের জনপদে যাওয়ার পাকা সড়ক। হাজির মোড়েও ব্যস্ততা কম নয়। সেখান দিয়ে বাস-ট্রাক না চললেও অটোসহ বিভিন্ন যানবাহন রেলপথের ওপর দিয়ে পার হয়। হাজিরমোড় এলাকায় রেলক্রসিংয়ে রেলের গেট ও গেটম্যান দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার শহিদুল আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের আওতার মধ্যে দুটি ক্রসিং, একটি স্টেশন মাস্টার নিয়ন্ত্রণ করে, অন্যদিকে হাজিরমোড় ক্রসিংটি অরক্ষিত। এসব ক্রসিংয়ের দায়িত্ব রেলের প্রকৌশল শাখার।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিব খান আরটিভি নিউজকে বলেন, দুর্ঘটনা যে স্থানে ঘটেছে সেখানে অবশ্যই রেলের গেট থাকা দরকার ছিল। আমি বিষয়টি রাজশাহী বিভাগীয় কমিশনারসহ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যেন হাজিরমোড়ে রেলের গেট করে দেওয়া হয়।

আলিনগরে অরক্ষিত রেলক্রসিংয়ে এদিন সকালে ট্রেনে কাটা পড়ে ভটভটির চালকসহ তিনজন নিহত হন।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড
বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, পদ্মা সেতুর টোল প্লাজায় চাপ
X
Fresh