• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুড়িয়ে ফেলা হলো ৯৫ হাজার জাতীয় পরিচয়পত্র

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২২, ২১:৫৬
পুড়িয়ে ফেলা হলো ৯৫ হাজার জাতীয় পরিচয়পত্র
পুড়িয়ে ফেলা জাতীয় পরিচয়পত্র

মাগুরার শ্রীপুর উপজেলায় ৯৫ হাজার ৫৪৭টি জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ফেলা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) শ্রীপুর উপজেলা পরিষদের পেছনে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্রগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

২০০৮ ও ২০১২ সালে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণকালে এগুলো সংগ্রহ করে রাখা হয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু দাউদ, শ্রীপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. জিনারুল ইসলাম, মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণি সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, মাওলানা ওলিউর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত মো. আসাদুজ্জামান, মো. জিয়াউর রহমান, মো. সোহেল আহমেদ প্রমুখ।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু দাউদ বলেন, যেহেতু স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে, তাই সংগৃহীত লেমিনেটিং করা কার্ডগুলো পুড়িয়ে ধ্বংস করা হলো। কারণ এগুলোর আর এখন কোনো প্রয়োজন নেই।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় ৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  
কাভার্ডভ্যানের চাপায় চিকিৎসক নিহত
জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুরা
তারেককে ত্যাগ করতে না পারলে বিএনপির ধ্বংস অনিবার্য : পাটমন্ত্রী
X
Fresh