চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৩:০০
একসঙ্গে চার নবজাতকের জন্ম, বাঁচানো যায়নি একটিও

চট্টগ্রামে একসঙ্গে প্রিম্যাচিউর চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। তবে এদের মধ্যে একজনকেও বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় ওই নারীর স্বামী মো. শাহ আলম শোকে পাথর। সেই শোক ছড়িয়ে পড়ে তার সহকর্মী ও স্বজনদের মাঝেও।
রোববার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটে।
শাহ আলম চট্টগ্রাম বন্দরে কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি আরটিভি নিউজকে জানান, গত বছরের এপ্রিলে তাদের বিয়ে হয়। হঠাৎ জ্বর আসায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার স্ত্রী। এরপর তাকে প্রথমে বন্দর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে একসঙ্গে চারটি ছেলে সন্তান প্রসব হয়। এর মধ্যে প্রথমটি মৃত ছিল। পরের তিনটি জীবিত ছিল। কিন্তু ৫ মাসের হওয়ায় তাদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
এসএস/টিআই
মন্তব্য করুন