• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নীলফামারীতে একদিনে তিন বিদেশি নাগরিকসহ ১৯ জন ওমিক্রনে আক্রান্ত

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৯:৪৫
নীলফামারীতে একদিনে তিন বিদেমি নাগরিকসহ ১৯ জন ওমিক্রনে আক্রান্ত

নীলফামারীতে তিন বিদেশি নাগরিকসহ ১৯ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাব টেস্ট, এন্টিজেন টেস্ট, জিন-এক্সপার্ট টেস্ট রিপোর্টে জেলায় ১০২ জনের নমুনা পরীক্ষায় এ তথ্য পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুম।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নীলফামারী উত্তরা ইপিজেডের একটি শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত তিনজন বিদেশি নাগরিকসহ নতুন করে ১৯ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবীর বলেন, বর্তমানে জেলায় ৭৬ জন ওমিক্রনে আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh