• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে বাসচাপায় প্রাণ গেল ৪ জনের

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৯:২৬
রংপুরে বাসচাপায় প্রাণ গেল ৩ জনের
ফাইল ছবি

রংপুরের নব্দীগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী মানিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নব্দীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা চার যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চালকসহ গুরুত্বর আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে আরও তিনজনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে এই দুর্ঘটনার পর প্রায় পৌনে একঘণ্টা রংপুর-লালমনিরহাট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

কল্যানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও বাসচালক পালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় আহত একজনসহ নিহতের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh