• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে বই ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ২৩ জানুয়ারি ২০২২, ১৮:১৯

অবহেলিত ছিন্নমূল মানুষের পাশে থাকা 'সৈয়দা রাণী মা কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছাপূরণ করার লক্ষ্যে বই ও খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর আদর্শ গ্রামে (গুচ্ছ গ্রাম) ইচ্ছেপূরণ শিশু শিক্ষালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও খাবার বিতরণ করা হয়।

সৈয়দা রাণী মা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোচাগড়া সৈয়দবাড়ি দরবার শরিফের পীর অ্যাডভোকেট সৈয়দ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১২ নং লাউর ফহতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া।

বিশেষ অতিথি সৈয়দা রানী মা কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাজাহান সরকার, কার্যকরী পরিচালক আব্দুল মোন্নাফ, ম্যানেজার তাফাজ্জল হোসেন, ট্রেজারার সুমাইয়া ইসলাম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা আঞ্চলিক শাখার সভাপতি প্রভাষক ডা. জুয়েল মাহমুদ, চেয়ারম্যান পদপ্রার্থী এসএম কামরুল ইসলাম, সৈয়দা রানী মা কল্যাণ ফাউন্ডেশনের সদস্য ও বাঙ্গরা ব্লাড ডোনার সোসাইটির পরিচালক মো. আফসার উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইচ্ছেপূরণ শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন আলম বাবু।

ব্লাড ব্যাংক অব আন্দিকুট ইউনিয়নের সভাপতি মো. শাহপরান আসিফের সঞ্চালনায় সার্বিক সহযোগীতায় ছিলেন স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম শাহিন আলম (বাবু), মো. সফিকুল ইসলাম, মো. শাহাবুদ্দিন শেখ, মো. সোহেল রানা, মো. ইকরাম আলি।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আজহারুল, যুব নেতা রকি সিদ্দিকি, সকিব জামান, মোজ্জাম্মেলসহ আরও অনেক সমাজকর্মী।

এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সুবিধাবঞ্চিত মানুষদের খাবারের প্রকল্প ‌‘ভাগ করে খাই’
সেনবাগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
X
Fresh