রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৮:৪৪
কাভার্ড ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে কাভার্ড ভ্যানের চাপায় সায়মন মৃধা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন মৃধা একই ইউনিয়নের চরচিলকা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার এসআই সালাউদ্দিন মোল্লা।
এসআই সালাউদ্দিন মোল্লা বলেন, নিহত শিশুর পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। পরে আমরা এসে দেখতে পাই যে সায়মন ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনায় চালক ও কাভার্ড ভ্যানকে আটক করা সম্ভব হয়নি।
এসএস/এসকে
মন্তব্য করুন