• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৫ লাখ টাকা চাঁদা দাবি, আটক ২

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৭:৩৩
৫ লাখ টাকা চাঁদা দাবি, আটক ২
ফাইল ছবি

চট্টগ্রামের বায়েজিদে নতুন শিল্প কারখানায় ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ জানুয়ারি) রাতে ওই এলাকার চা বোর্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছয় মামলার আসামি মো. ফরিদ (৩০) ও মোহাম্মদ ইসমাইল (২৬)।

পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী থানা এলাকায় প্রচুর শিল্প কারখানা রয়েছে। ব্যবসায়ীরা নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করতে গেলে এই চক্রটি শিল্পপ্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মারধরসহ বিভিন্ন হুমকি দিতো।

নাসিরাবাদ চা বোর্ড এলাকার একটি কারখানায় ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে কারখানার মালিক তা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা ওই কারখানার কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় কারখানার মালিক নাজমুল বিন আবেদিন বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ দিলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান বলেন, নতুন শিল্প কারখানা তৈরির সময় মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করে ছয় সদস্যের একটি চক্র। তাদের মধ্য থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। ফরিদের বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে; তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করি অন্য অভিযুক্তদের অতি দ্রুত আইনের আওতায় আনতে পারব।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh