• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভুয়া দন্ত চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৭:১২
ভুয়া দন্ত চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি বাজারে ভুয়া দন্ত চিকিৎসক ইমদাদুল হকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু’মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ওই চিকিৎসক জনগণের সাথে প্রতারণা করে আসছিলেন।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর একটি টিম ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা গেছে, ‘করমদি ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান খুলে এমদাদুল হক চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আনামের নেতৃত্বে একটি টিম ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এমদাদুল হকের কাগজপত্র পরীক্ষা করে ভুয়া প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম দন্ত চিকিৎসক এমদাদুল হককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন। এ সময় র‌্যাব ইমমাদুল হককে আটক করে। পরে জরিমানার টাকা দিয়ে মুক্তি পায় ইমদাদ। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যক্রম আর করবে না মর্মে মুচলেকা দেয় ভুয়া দন্ত চিকিৎসক ইমদাদ।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পারভেজ।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
X
Fresh