• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজবাড়ীতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৭:১০
রাজবাড়ীতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ
ফাইল ছবি

রাজবাড়ীতে আবারও হু হু করে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তদের সংখ্যা। ২৪ ঘণ্টায় ৪২ জন রোগী সনাক্ত হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গেল ২২ জানুয়ারি রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মোট ১০২ জনের র‌্যাপিট এন্টিজেন্ট টেস্ট করে ৪২ জন পজিটিভ হয়। এর মধ্যে সদরে ২৪ জন, পাংশা ৯, গোয়ালন্দে ২ ও কালুখালি উপজেলায় ৭ জন রোগীর করোনা পজিটিভ হয়েছে।

এ ছাড়াও জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮১৫ জন, সুস্থ হয়েছে ১০ হাজার ৫৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। বর্তমানে হাসপাতালে কোনো রোগী ভর্তি না থাকলেও হোম আইসোলেশনে চিকিৎসারত আছেন ৯৮ জন।

এদিকে জেলায় করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করছেন সুধিজনেরা। এ ছাড়া সরকারের নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্য সুরক্ষার মাস্ক পরতে দেখা যায়নি পথচারীসহ অনেককে। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে।

সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটোন জানান, নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মাস্ক পরতে হবে।

গত চার দিন ধরে জেলার পরিবহন সেক্টরের সঙ্গে জড়িতদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এবং বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh