• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাস্থ্যবিধি না মানায় ৩৮ জনকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৫:২১
স্বাস্থ্যবিধি না মানায় ৩৮ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় গেল ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় ৩৮ জনকে ৮ হাজার ৪৬০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৩টি মামলা দায়ের করা হয়।

রোববার (২৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার কুরশিয়া আকতার এ তথ্য জানান।

জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি অফিসার, সহকারী কমিশনার কুরশিয়া আকতার জানান, জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরতে উৎসাহিত করতে জেলাজুড়ে প্রচারণা চালানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮ জনকে ৮ হাজার ৪৬০ টাকা জরিমানা করে। এ সময় ৩৩টি মামলা দায়ের করা হয়।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
X
Fresh