• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষামন্ত্রীকে লিখিত দাবি দিচ্ছেন শিক্ষার্থীরা, আলোচনা দুপুরের পর

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১৩:১৩
শিক্ষামন্ত্রীকে লিখিত দাবি দিচ্ছেন শিক্ষার্থীরা, আলোচনা দুপুরের পর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে তাদের দাবি লিখিতভাবে দেবেন বলে জানিয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) দুপুরের পর তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল শনিবার গভীর রাতে উপাচার্য ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে উপাচার্যের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলেও দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ। এই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না।

আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশা রাজ বলেন, শিক্ষামন্ত্রী আমাদের দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার কথা বলেছেন। এরপর আজ আবার আমাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। আমরা সবার সঙ্গে আলোচনা করে দুপুরের মধ্যেই মন্ত্রীর কাছে আমাদের প্রস্তাব জমা দেব।

তিনি আরও বলেন, আমাদের মূল দাবি একটাই, উপাচার্যের পদত্যাগ। এটা কালকের বৈঠকেও আমরা শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে আসব না।

এখনও সময় নির্ধারণ না হলেও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা রোববার (২৩ জানুয়ারি) দুপুরের পর হবে বলে জানান রাজ।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরের মধ্যেই যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
যে কারণে ছেলে জয়কে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন অপু বিশ্বাস
সোনাইমুড়ীতে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত
দুপুরের মধ্যে যেসব জায়গায় ঝড়ের পূর্বাভাস
X
Fresh