• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে করোনা নেগেটিভ, বাংলাদেশে পজিটিভ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২২, ১২:১৭
ভারতে করোনা নেগেটিভ, বাংলাদেশে পজিটিভ
ফাইল ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রী দেশে ফিরেন। এ সময় তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ধরা পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) সকালে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত ব্যক্তি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চকদেউলা গ্রামের ভবানিচরন মণ্ডলের ছেলে নয়ন কুমার (৩৪)।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস জানান, গত শুক্রবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে দুজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরেন। এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশনের চেকপোস্টে দায়িত্বরত মেডিকেল টিম তাদের করোনা পরীক্ষা করান। পরীক্ষায় ওই দুজনের মধ্যে নয়ন কুমারের করোনা শনাক্ত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, কিছুদিন আগে ওই ব্যক্তি মেডিকেল ভিসায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে চিকিৎসার জন্য ভারতে যান। সেখান থেকে চিকিৎসা শেষে করোনার নেগেটিভ সনদ নিয়ে গত শুক্রবার বিকেলে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আসেন। এর আগে আরও একজন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
X
Fresh