• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুর্ঘটনায় নিহত মনিরুল পেয়েছেন বিপিএম পুরস্কার

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২২, ১৮:৫৬
দুর্ঘটনায় নিহত মনিরুল পেয়েছেন বিপিএম পুরষ্কার
মনিরুল ইসলাম

সাহসিকতার স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের ঝাউতলা রেলগেটের ডেমু ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষ থামাতে গিয়ে দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মনিরুল ইসলামকে (৪০) মরণোত্তর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব (পুলিশ-২ শাখা) সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে বিপিএম দেওয়া হচ্ছে।

ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) জয়নুল আবেদীন আরটিভি নিউজকে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কনস্টেবল মনিরুল ইসলাম নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি এবার মরণোত্তর বিপিএম সাহসিকতা পদকপ্রাপ্ত হয়েছেন; যা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশকে গর্বিত করেছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর নগরের জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলগেটের একপাশে লোহার গেট খোলা থাকায় ট্রেন আসার সংকেত চলা অবস্থায় রেললাইনে উঠে যায় বাস, সিএনজি অটোরিকশা ও টেম্পু। এ সময় চট্টগ্রাম স্টেশনগামী ডেমু ট্রেনের সঙ্গে গাড়িগুলোর সংঘর্ষ থামাতে গিয়ে তিনি দুর্ঘটনায় নিহত হন।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
X
Fresh