• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গৃহবধূকে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলেন আসামি

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২২, ১৪:৩১
গৃহবধূকে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলেন আসামি
ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে হত্যার তিন ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, স্ত্রী রশিদা বেগমকে হত্যার পর ছেলেকে ফেলে রেখে গেলে শিশুর কান্না শুনে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ অভিযানে নামে। তিন ঘণ্টার মধ্যেই হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি স্বামী তামিম শেখকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে পুলিশ তামিমকে নিয়ে অভিযানে নেমে হত্যাকাণ্ডের সহযোগী রুবেল দড়িয়া এবং মাহিন্দ্রাচালক মো. জুলহাসকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ১৯ জানুয়ারি স্ত্রী রাশিদা বেগমকে মোবাইল ফোনে ডেকে গোপালগঞ্জের রোহান আবাসিক হোটেলে ওঠেন তামিম। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে সহযোগীদের নিয়ে গোপালগঞ্জের ঠুঠাবান্দ্রা গ্রামের বিলে নিয়ে হাতুড়ি ও ছুরির আঘাতে হত্যা করে তাকে। এরপর লাশ আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশে ফেলে রাখে এবং সঙ্গে থাকা শিশুসন্তানকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রেখে পালিয়ে যায় তারা।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
X
Fresh