• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় ৪ ইটভাটার মালিককে ২১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

  ১৯ জানুয়ারি ২০২২, ২২:১৭
কুমিল্লায় ৪ ইটভাটার মালিককে ২১ লাখ টাকা জরিমানা

কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটা মালিককে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব তামজিদ আহম্মেদ।

এ সময় উপজেলার ঘোড়াশাল এলাকায় এমবিসি ইটভাটার মালিক মোস্তাক আহম্মেদকে ৬ লাখ টাকা, তাফসি ইটভাটার মালিক কামাল হোসেনকে ৫ লাখ টাকা ও রামচন্দ্রপুর জায়েদালী মার্কেটের পাশে বিআরএস ইটভাটার মালিক মো: বাদল ও জলিল মিয়াকে ৬ লাখ, সল্পা এলাকায় ইসলাম ইটভাটার মালিক দ্বীন ইসলামকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ইটভাটার ইট পুড়ানোর চুলা আংশিক ভেঙ্গে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক সওকত আরা কলি।

পরিবেশ অধিদপ্তর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব তামজিদ আহম্মেদ বলেন, ইটভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে।

এ সময় প্রতিটি ভাটার কিলনের ৬০-৭০ ভাগ ভেঙে ফেলা হয়েছে। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন কুমিল্লা জেলা পুলিশ৷ পরিবেশের সুরক্ষার এরূপ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান পরিবেশ অধিদপ্তর।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh