• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার আন্দোলনের মাঠে শাবিপ্রবির শিক্ষকরা

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২২, ১৪:১০
এবার আন্দোলনের মাঠে শাবিপ্রবির শিক্ষকরা
প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নেমেছেন শিক্ষকদের একাংশ

শিক্ষার্থীদের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ এনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন মাঠে নেমেছেন।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্ল্যাকার্ড নিয়ে কয়েকজন শিক্ষককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে শিক্ষকদের নিয়ে যে মন্তব্য করছে তা অশালীন। এতে শিক্ষকরা আহত হয়েছেন। তবে এই অভিযোগ নাকচ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, কারও দ্বারা প্রভাবিত হয়ে কিছু শিক্ষক এসব কথা বলছেন। অথচ তারা ভিসির কুরুচিপূর্ণ অডিও ক্লিপ নিয়ে কোনো মন্তব্য করছেন না।

অপরদিকে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

আজ (বুধবার) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সে সময় তারা ভিসিকে দুপুর ১২টার মধ্যে পদত্যাগের করার আহ্বান জানান। পদত্যাগ না করলে আমরণ অনশন করার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেগম সিরাজুননেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা হয়। এরপর আন্দোলন ভিসির পদত্যাগের একদফা দাবিতে পরিণত হয়।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
জবির পর এবার পাবিপ্রবির এক ছাত্রীর আত্মহত্যা
এবার মানিকগঞ্জে কয়েল কারখানা ও কাঠপট্টিতে আগুন
X
Fresh