• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

জালিয়ার দ্বীপ থেকে ২২ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২২, ১৩:৩২
জালিয়ার দ্বীপ থেকে ২২ কোটি টাকার আইস উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১৯ জানুয়ারি) ভোরে ওই এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, আজ বুধবার ভোরে মাদকের একটি চালান পাচারের সংবাদ পেয়ে টেকনাফের উত্তরে মায়ানমার সীমান্ত এলাকায় জালিয়ার দ্বীপে একটি দল অভিযান চালায়।

তিনি আরও বলেন, তল্লাশি চালিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে ৪ কেজি ক্রিস্টাল মেথ ও ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তবে এসব মাদক বিজিবির সদর দপ্তরে রাখা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
চাঁদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার 
X
Fresh