কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৪:৫২
জালিয়ার দ্বীপ থেকে ২২ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১৯ জানুয়ারি) ভোরে ওই এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, আজ বুধবার ভোরে মাদকের একটি চালান পাচারের সংবাদ পেয়ে টেকনাফের উত্তরে মায়ানমার সীমান্ত এলাকায় জালিয়ার দ্বীপে একটি দল অভিযান চালায়।
তিনি আরও বলেন, তল্লাশি চালিয়ে একটি প্যাকেটের ভেতর থেকে ৪ কেজি ক্রিস্টাল মেথ ও ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তবে এসব মাদক বিজিবির সদর দপ্তরে রাখা হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে।
জিএম/এসকে
মন্তব্য করুন