• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আইসোলেশন ওয়ার্ড থেকে পালালেন ভারত ফেরত করোনা রোগী

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২২, ১৩:১৭
আইসোলেশন ওয়ার্ড থেকে পালালেন ভারত ফেরত করোনা রোগী
ফাইল ছবি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে ভারত ফেরত করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে ওই যাত্রীকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পালিয়ে যাওয়া ব্যক্তি আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নন্দনি গ্রামের মৃত সিজার আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫)।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আবুল কালাম আজাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার কারণে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৯ জানুয়ারি চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। চেকপোস্টে তার হেলথ স্ক্রিনিং সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে তার নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসে। তারপর থেকে ওই রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে জানতে পারি করোনা ইউনিটের ওয়ার্ডের দায়িত্ব থাকা রনি কাউকে না জানিয়ে তাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের টানে ঝালকাঠিতে ভারতীয় যুবক, পালালেন প্রেমিকা
ভাগনের সঙ্গে পালালেন চার সন্তানের মা
স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালালেন স্বামী
উপজেলা চেয়ারম্যানকে কিলঘুষি মেরে পালালেন দুর্বৃত্তরা
X
Fresh