খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:৩০
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা, নিহত ২

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা দেওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বুদংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, সিমেন্ট বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। পথে বুদংপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে। ট্রাকের চালকসহ গুরুতর আহত দুজনকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জিএম/এসকে
মন্তব্য করুন