• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শাবিপ্রবির উপাচার্য যা বললেন  

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জানুয়ারি ২০২২, ১১:৩৭
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শাবিপ্রবির উপাচার্য যা বললেন  
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ছবি : প্রতিনিধি

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তদন্ত কমিটি করে কোনো সুপারিশ করলে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন শিক্ষক প্রতিনিধিরা গালিগালাজ সহ্য করে আলোচনা করার প্রস্তাব দিয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছেন।

উপাচার্য আরও বলেন, সমস্যা সমাধানের চূড়ান্ত সময়ে এসে কারা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে পুলিশকে চড়াও হতে বাধ্য করেছিল। তা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের বিভ্রান্ত না হয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার সহায়তার আহ্বান জানান তিনি।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিয়ে যা বললেন অনন্ত জলিল
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
X
Fresh