• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চলবে’

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২২, ২১:২৭
‘স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চলবে’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে যতটুকু সম্ভব দর্শকবিহীন ও কম দল নিয়ে খেলাধুলা চলবে।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অসহায়দের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক ছিল তখন দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালিত হয়েছে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা বাড়তির দিকে যাচ্ছে। তাই যথাসম্ভব কম সংখ্যক দল নিয়ে সব খেলা পরিচালনা করতে চাই।

এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জীব মল্লিক বাবু, আওয়ামী লীগের সদস্য মো. ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলেমেয়েদের খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
এ সরকারকে আমরা কখনও মেনে নেব না : ফখরুল
গাজীপুর-পার্বতীপুর রুটে চলবে ৩ স্পেশাল ট্রেন
X
Fresh