Mir cement
logo
  • ঢাকা রোববার, ২২ মে ২০২২, ৮ জ্যৈষ্ঠ ১৪২৯

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২২, ২০:১৬
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২০:৩৮

রাবিতে রাত ৮টার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

রাবিতে রাত ৮টার পরে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
ফাইল ছবি

ছিনতাইসহ বেশকিছু অপ্রীতিকর ঘটনা নিরসনের লক্ষ্যে রাত ৮টার পরে ক্যাম্পাসে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে যত্রতত্র ঘোরাফেরা করতে দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

সোমবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত এ সিদ্ধান্তসহ আরও ১৭ দফা সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সোমবার (১৭ জানুয়ারি) এক আলোচনা সভার মাধ্যমে এ সকল সিদ্ধান্তগ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীসহ শিক্ষক সমিতির সভাপতি, জনসংযোগ দপ্তরের প্রশাসক ও প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS