• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্তিপণ দিয়ে প্রাণে বেঁচে ফিরলেন ২২ জেলে

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২২, ১৯:২৬
মুক্তিপণে জীবন ফিরে পেলেন ২২ জেলে
ফাইল ছবি

বরগুনায় গভীর বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণের দু’দিনের মাথায় মুক্তিপণ নিয়ে ২২ জেলেকে ট্রলারসহ ফেরত দিয়েছে জলদস্যুরা।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে মুক্তিপণ দিয়ে ফিরে আসা ওই ট্রলারের জেলেরা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ট্রলারের মাঝি আনোয়ার হোসেনকে সাগরে নিক্ষেপ করেছে দস্যুরা।

অপহরণের শিকার ওই ট্রলারের জেলে আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের, বশিরসহ ২২ জেলে ফিরে এসেছে। তবে ট্রলারের মাঝি আনোয়ার হোসেনের জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন জেলে ও ট্রলার মালিক।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি সাইফুল-৩ ট্রলার নিয়ে ২৩ জেলে বঙ্গোপসাগরে মাছ শিকার করছিল। শনিবার (১৫ জানুয়ারি) ভোর রাতে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে।

উল্লেখ্য, শনিবার (১৫ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে গভীর বঙ্গোপসাগরে এফবি সাইফুল ইসলাম-৩ নামের মাছ ধরার একটি ট্রলারসহ ২৩ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে জলদস্যুরা। এ সময় ট্রলারসহ ২৩ জেলেকে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে দস্যুদল।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মুক্তিপণের বিষয়ে এখনো কথা হয়নি’
টেকনাফে ৭ জন অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
X
Fresh