• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আজও সিরাজগঞ্জ আদালতের কার্যক্রম বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৫৭
আজও সিরাজগঞ্জ আদালতের কার্যক্রম বন্ধ
ঘটনাস্থলের চিত্র

সিরাজগঞ্জ জজ কোর্ট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে দ্বিতীয় দিনেও হাজিরা দেওয়ার কাজ বন্ধ রয়েছে। এ সময় কর্মবিরতি রেখে বার কাউন্সিলের হল রুমে অবস্থান করছেন আইনজীবীরা।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না এ তথ্য নিশ্চিত করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা।

জানা গেছে, গত ১৩ জানুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীর সঙ্গে অ্যাডভোকেট আবুল কালামের কথা- কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে রোববার (১৬ জানুয়ারি) সকালে বিভিন্ন অফিস কক্ষসহ সব এজলাসে তালা দেন ইউসুফ আলীর লোকজন। এরই প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির সদস্যরা কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে আদালত বর্জন করেন।

অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না বলেন, আইনজীবীকে মারধরের বিচার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলী গ্রেপ্তার না হওয়ায় পর্যন্ত আদালতের কার্যক্রমে উপস্থিতি হবে না আইনজীবীরা।

আব্দুর রউফ পান্না আরও বলেন, ইতোমধ্যে আমরা চার দফা দাবির ঘোষণা দিয়েছি। এ দাবি না মানলে কঠিন অবস্থানে যাব।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 
যে কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
গ্লোব শপিং সেন্টারের ব্যবসায়ীদের মানববন্ধন
X
Fresh