সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৮:৪৬
হাতি দিয়ে চাঁদাবাজি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে হাতি দিয়ে বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজি করায় হাতির মাহুতকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে এনায়েতপুরের কেজির মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এ সময় তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হাতির মাহুত হাতি দিয়ে ভয় দেখিয়ে সড়কে গাড়ি থামিয়ে এবং দোকানপাটে চাঁদাবাজি করে আসছিল। এমন অভিযোগে তাকে সতর্ক করা হয় এবং ১৫০ টাকা জরিমানা করা হয়।
এমআই/টিআই
মন্তব্য করুন