• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৪ ভোটার

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৩০
ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৪ ভোটার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এর মধ্যে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। পুরুষ ও নারী ভোটার যোগ দিলে মোট ভোটারসংখ্যা থেকে চারজন কম হবে।

এই চারজন হলেন তৃতীয় লিঙ্গের মানুষ। তারা এবারই প্রথম নাসিক নির্বাচনে ভোট দিয়েছেন।

চারজনের মধ্যে দুজন মরগান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। তাদের নাম প্রিয়া ও লিমা। আর বাকি দুজন সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়েছেন সিদ্ধিরগঞ্জ এলাকার মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চবিদ্যালয়ে।

ভোট দেওয়া শেষে লিমা ও প্রিয়া বলেন, জীবনে ভোট দিতে পারবো ভাবিনি; অনেক কষ্ট হইল। তবে আমরাও যে মানুষ এইটা বুঝলাম।

সন্ধ্যা ও রুবিনা ভোট দিয়ে বলেন, হিজড়া জনগোষ্ঠীর আরও ভোটার রয়েছেন। তবে তারা এখনও মহিলা হিসেবে নিবন্ধিত রয়েছেন। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে নিজস্ব পরিচয়ে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা।

সন্ধ্যা বলেন, ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়নি। ইভিএম অনেক কঠিন হবে ভেবেছিলাম, কিন্তু এটা অনেক সহজ আর সুবিধাজনক।

রুবিনা বলেন, আমরা যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাঁদের পাশে দাঁড়াতে পারি তাহলে ভবিষ্যতে আমরাও জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারবো।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে সই লাগবে না ভোটারের, বাড়ল জামানত
কুমিল্লা সিটিতে ভোটার উপস্থিতি কম
শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে 
দেশে মোট ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ
X
Fresh