• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তৈমূরকে ঘিরে নৌকার স্লোগান

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৫:৪৬
তৈমূরকে ঘিরে নৌকার স্লোগান
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দুপুরে নগরীর ৯নং ওয়ার্ডের আলম পাঠানতলী স্কুল কেন্দ্র পরিদর্শন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। ফেরার পথে তৈমূরকে ঘিরে ধরেন সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা। এ সময় পেছন দিক থেকে নৌকার স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তৈমূরের কর্মী-সমর্থকরাও পাল্টা স্লোগান তোলেন।

এর কিছুক্ষণ পর ঘটনাস্থল ত্যাগ করেন তৈমূর। তিনি এ ধরনের ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসা কেন্দ্রে নিজের ভোট দেন তৈমূর। এরপরই তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন। এ সময় স্ত্রী-কন্যাসহ কর্মী-সমর্থকদের তাঁর সঙ্গে দেখা যায়।

নাসিক নির্বাচনে এবার মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত ৯টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটে লড়ছেন ১৪৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

আরও পড়ুন

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh