• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোট কারচু‌পির অ‌ভি‌যোগ জাপা প্রার্থীর

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৪:৫৩
ভোট কারচু‌পির অ‌ভি‌যোগ জাপা প্রার্থীর
জহিরুল হক জহির

কেন্দ্রগু‌লো‌তে জাপা প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া ও ভোট কারচু‌পির অভিযোগ ক‌রে‌ছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আস‌নের উপ‌নির্বাচ‌নে সংসদ সদস্য প‌দে জাতীয় পার্টির লাঙ্গল প্রতী‌কের প্রার্থী জহিরুল হক জহির। রোববার (১৬ জানুয়া‌রি) নির্বাচন চলাকালে তি‌নি সাংবা‌দিক‌দের কা‌ছে এসব অ‌ভি‌যোগ ক‌রেন।

তি‌নি ব‌লেন, ইভিএম মে‌শি‌নে ভোটার‌দের জোরপূর্বক নি‌র্দিষ্ট ব্যাল‌টে টিপ (চাপ) দি‌তে বলা হচ্ছে। বেশ কিছু কে‌ন্দ্রে তারা ভোট জোর ক‌রে নি‌চ্ছে। ১২১টি কে‌ন্দ্রেই লাঙ্গ‌লের এজেন্ট দেওয়া হ‌য়ে‌ছে। অ‌নেক কেন্দ্র থে‌কে এজেন্ট বের ক‌রে দেওয়া হ‌য়েছে। আবার বেশ কিছু কে‌ন্দ্রে এজেন্টদের প্রবেশ কর‌তে দেওয়া হয়‌নি।

বিষয়গু‌লো সং‌শ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের মৌ‌খিকভাবে জানা‌নো হ‌য়ে‌ছে‌। সেইসঙ্গে আমার দ‌লের হাইকমান্ড‌কেও জানা‌নো হ‌য়ে‌ছে। দ‌লের সিদ্ধান্ত অনুযায়ী পরব‌র্তীতে পদ‌ক্ষেপ গ্রহণ করা হ‌বে। সকাল থে‌কেই কেন্দ্রগু‌লো‌তে ভোটার উপ‌স্থি‌তি কম র‌য়ে‌ছে। এ ছাড়া ভোটার নম্বর ছাড়া কাউ‌কে ভোট দেওয়া হচ্ছে না।

য‌দিও ইভিএমে আই‌ডি কা‌র্ডের নম্বর উঠালেই ভোটারের ছ‌বিসহ তথ্য আ‌সে। তারপরও তারা ভোট দি‌তে পার‌ছে না। বিষয়‌টি রিটা‌র্নিং কর্মকর্তাকে জানানো হ‌য়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে ইসির নির্দেশনা
পিসিবির কাছে ক্ষমা চাইলেন হারিস রউফ
X
Fresh