• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সূর্যের আলো ছড়িয়ে পড়েও চারদিকে জেঁকে বসছে শীত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৪:৩৫
সূর্যের আলো ছড়িয়ে পড়েও চারদিকে জেঁকে বসছে শীত
ফাইল ছবি

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় সকাল থেকে ঘন কুয়াশা কমে সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারদিকে। কিন্তু উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মাঘ মাসের প্রথম সপ্তাহেই জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। বিশেষ করে দেশের সর্ব উত্তরের জেলাগুলোতে তীব্র শীত নেমে এসেছে। অতিরিক্ত শীতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে বয়স্ক ও শিশুরা সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, রোববার (১৬ জানুয়ারি) দিনাজপুরে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩ থেকে ৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশাখের সকালে ময়মনসিংহে ঘন কুয়াশা
দিনাজপুরে ‘বাঁশের চালে’ রান্না হচ্ছে ভাত-পায়েস
স্ত্রী-মেয়েকে কুপিয়ে হত্যা, বাবা আটক
হিলিতে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
X
Fresh