• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেন্দ্রের বাইরে থেকে যুবদল নেতা আটক

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ১৪:১৭
কেন্দ্রের বাইরে থেকে যুবদল নেতা আটক
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকার অভিযোগ করেছেন, তার সমর্থক যুবদল নেতা মনোয়ার হোসেন সুখনকে পুলিশ আটক করেছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঠিকাদার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মনোয়ার হোসেনকে আটক করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে এ অভিযোগ করেন তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, বন্দরের সোনাকান্দা কেন্দ্রের বাইরে আমাদের যুবদল নেতাকে আটক করে পুলিশ। সে ওই কেন্দ্রের ভোটার এবং সে কেন্দ্রের বাইরে ৩০০ গজ দূরে থেকে হাতি প্রতীকের জন্য ভোট চাচ্ছিল ও ভোটাদের উৎসাহিত করছিল। এখানে নৌকার প্রার্থীর পক্ষেও তাদের কর্মীরা একই কাজ করছে। তাদের বাধা না দিয়ে আমাদের কর্মীকে আটক করা হলো। একই কেন্দ্রের নৌকার প্রতীকের দায়িত্বে থাকা ঠিকাদার আবু সুফিয়ান তাকে গ্রেপ্তার করিয়েছেন।

আটকের বিষয় নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র দাস বলেন, ভোট কেন্দ্রে জোর করে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা করায় তাকে আটক করা হয়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ পরীক্ষায় কানে গোপন ডিভাইস, ভাই-বোন আটক
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
X
Fresh