• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে রেকর্ড পরিমাণ করোনায় আক্রান্ত

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২২, ০৮:২৫
চট্টগ্রামে রেকর্ড পরিমান করোনায় আক্রান্ত
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৮৩টি নমুনা পরীক্ষা করে ৫৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় কেউ মারা যায়নি।

রোববার (১৬ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৩৬২ জন মহানগরীতে ও ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনো ভাবেই মানছে না চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনো ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছেনা। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করতেছে না। যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করছেন না।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরটিভি নিউজকে বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
X
Fresh