• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকবে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৭:১২
ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকবে
ফাইল ছবি

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সময় ভোটদানের গোপনীয়তা রক্ষায় সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকবে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নগরীর মরগ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। এর আগে হাতি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে একজন বিশেষ প্রার্থীকে সুবিধা দিতে ভোটকেন্দ্রগুলো থেকে সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ তোলেন।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা বলেন, কেন্দ্রে সিসি ক্যামেরা কাজ করবে না। কেন্দ্রে যদি সিসি ক্যামেরা কাজ করে, তাহলে তো কেন্দ্রের ভেতরে বুথের গোপনীয়তা রক্ষা হলো না। কাজেই কেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকবে। সব কেন্দ্রে তো নেই। যেখানে আছে সেখানে বন্ধ থাকবে। তবে নির্বাচনি পরিবেশ বিনষ্ট হওয়ার কোনো শঙ্কা নেই।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে
বুধবার যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক
সংবাদপত্র বন্ধ থাকবে ৯-১৪ এপ্রিল 
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি ৬ দিন বন্ধ থাকবে
X
Fresh