• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভোটকেন্দ্র নয়, প্রশাসনই ঝুঁকিপূর্ণ : তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৬:২৯
ভোটকেন্দ্র নয়, প্রশাসনই ঝুঁকিপূর্ণ: তৈমূর
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, ভোটকেন্দ্রের চেয়ে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ।

আজ শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নগরীর নিজবাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তৈমূর আলম খন্দকার বলেন, ‘নির্বাচনের মাঠে যাইহোক না কেন, মাঠে থাকব, গ্রেপ্তার হলে হব। মরে গেলেও নির্বাচন চালিয়ে যাব। আমি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করছি না, পুলিশের আচরণকে ঝুঁকিপূর্ণ মনে করছি। প্রশাসনের আচরণকে ঝুঁকিপূর্ণ ও নির্বাচন কমিশনের আচরণকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছি।’

তৈমূরের দাবি, প্রচারণার শুরু থেকে এখন পর্যন্ত তার ১৭ কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আটক করছে। এ সময় তাদের ছেড়ে দেওয়ার দাবিও করেন তৈমূর আলম খন্দকার।

তৈমূর বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক প্রশাসনের কাছে অভিযোগ করেছেন ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। ১৩ নম্বর ওয়ার্ড আমার কেন্দ্র। যেখানকার কাউন্সিলর আমার ছোট ভাই। আর ১২ নম্বর ওয়ার্ড তাদের দলীয় সংসদ সদস্যের এলাকা। নিজদের কেন্দ্রকে নিজেরাই ঝুঁকিপূর্ণ মনে করছে।’

সংবাদ সম্মেলনে লক্ষাধিক ভোটে জয়ী হওয়ার আশা প্রকাশ করেন বিএনপির চেয়ারপারসনের সাবেক এই উপদেষ্টা।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh