• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পথ হারিয়ে গভীর জঙ্গলে,  ৯৯৯-এ উদ্ধার

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১৪:২০
পথ হারিয়ে গভীর জঙ্গলে,  ৯৯৯-এ উদ্ধার
পথ হারিয়ে গভীর জঙ্গলে

৫৫ বছর বয়সী মামুন চৌধুরী। ডায়াবেটিসের রোগী হওয়ায় প্রতিদিন বিকেলে নিয়ম করে বের হন হাঁটতে। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে ঘুরতে বের হন বারৈয়াঢালা জঙ্গল দেখতে। তবে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে পৌঁছে যান ফটিকছড়ির ভুজপুরের গভীর জঙ্গলে। তার দেরি দেখে পরিবারের স্বজনরা উৎকণ্ঠার মুখে দ্বারস্থ হন পুলিশের।

একপর্যায়ে মামুন চৌধুরী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তড়িঘড়ি করে উদ্ধার অভিযানে নেমে গতকাল (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আরটিভি নিউজকে বলেন, তিনি নিয়মিত হাঁটতে বের হতেন। গতকাল বের হয়ে যাওয়ার পর পথ হারিয়ে ফেলেন। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর গভীর রাতে তাকে উদ্ধার করা হয়।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক পা নিয়ে জন্ম নিলো শিশু, পরিবারের পাশে জেলা প্রশাসন
পরিবারের খোঁজ নিতে কারাবন্দি নীরবের বাসায় রিজভী
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
X
Fresh