• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে আক্রান্ত ২৩৯, মৃত্যু নেই

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২২, ১০:১৫
চট্টগ্রামে আক্রান্ত ২৩৯, মৃত্যু নেই
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ছিল ১২ দশমিক ২৯ শতাংশ। তবে এদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ সবাইকে বিধিনিষেধ মেনে চলতে পরামর্শ অব্যাহত রেখেছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক করোনার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। গতকাল শুক্রবার চট্টগ্রামে ২৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছিলো।

তথ্য অনুসারে, এদিন সরকারি বেসরকারি ১০টি ল্যাবে সর্বমোট ১ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ২৩৯ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ২১৮ জন নগরের আর ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪ হাজার ৪২৭ জনে এসে দাঁড়িয়েছে।

শুরু থেকে এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ১ হাজার ৩৩৫ জনের।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
পুলিশ লাইনস পুকুরে কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
X
Fresh