Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
discover

হিলিতে জেঁকে বসেছে শীত

হিলিতে জেঁকে বসেছে শীত
শীত

দিনাজপুরের হাকিমপুরে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। এতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। অন্য দিকে হঠাৎ আবারও শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ অনেকেই। প্রচণ্ড শীতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছে কম। এতে স্বাভাবিক জনজীবনে ঘটছে ছন্দপতন।

দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না মেলায় ব্যাহত হচ্ছে নিত্য দিনের কাজ এমনকি মানুষের স্বাভাবিক চলাফেরা। ঠান্ডায় কাজে যোগ দিতে না পারায় খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে না এই উপজেলাতে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, শনিবার (১৫ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩-৪ কি:মি:। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ৯ কিলোমিটার গতিতে উন্নতি হতে পারে।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS