• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চালু রাখার আহ্বান তৈমূরের

নারায়ণগঞ্জ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ২৩:৫৮
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চালু রাখার আহ্বান তৈমূরের
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চালু রাখার আহ্বান তৈমূরের

বিভিন্ন স্কুলে সিসি ক্যামেরা বন্ধ রাখতে বলায় উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এডভোকেট তৈমূর আলম খন্দকার।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১০টায় শহরের মাসদাইর এলাকায় নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, যেসব স্কুলে ভোট কেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা ছিলো, সেগুলো নির্বাচন অফিস থেকে বন্ধ করতে বলা হয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন, সব সিসি ক্যামেরা সচল রাখার জন্য।

তিনি বলেন, ভোটের দিন প্রতি কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের সামনে ভোট গুণে দিয়ে যেতে হবে।

এজেন্টদের নিরাপত্তা দাবি করে বলেন, আমার এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে রাষ্ট্রদূত ও মানবাধিকার সংস্থাগুলোকে পর্যবেক্ষনের আহ্বান জানিয়েছেন আবারও।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রমাণ মুছতে সিসি ক্যামেরা নষ্ট করে অস্ত্রের মুখে ডাকাতি, গ্রেপ্তার ৯
দূষণ রোধে খালের পাড়ে বসানো হবে সিসি ক্যামেরা
নাশকতা এড়াতে সিসি ক্যামেরার আওতায় আসছে রেল
X
Fresh