• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আশঙ্কাজনক ৫ জনকে ঢাকায় প্রেরণ

কুমিল্লা (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ২৩:৩৭
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আশঙ্কাজনক ৫ জনকে ঢাকায় প্রেরণ
ফাইল ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। নাঙ্গলকোট উপজেলার সহকারি কমিশনার ভূমি এসিল্যান্ডকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল।

তিনি জানান, ঘটনাস্থল থেকে সিলিন্ডারটির ভগ্নাবশেষ উদ্ধার করা হয়েছে এবং আহতদের সকলকে সুচিকিৎসা নিশ্চিতে তদারকি করছে উপজেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রত্যেক আহতকে ১০ হাজার টাকা করে প্রাথমিক অনুদান দেওয়া হয়েছে। এদিকে বিস্ফোরণের ঘটনায় ১৬ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ১০ জনই শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

গতকাল বিকেলে কুমিল্লা নাঙ্গলকোটে বিরুলি গ্রামে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে ১০ শিশুসহ ৩০ জন আহত হয়। এর মধ্যে ২১ জনই কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ’
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
X
Fresh