• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে নেগেটিভ, বেনাপোলে এসেই করোনা পজিটিভ মা-ছেলে

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ২১:০৪
ভারতে নেগেটিভ, বেনাপোলে এসেই করোনা পজিটিভ মা-ছেলে
ফাইল ছবি

ভারত থেকে করোনার নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরেই করোনা পজিটিভ হয়েছেন পাসপোর্টধারী যাত্রী মা-ছেলে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে বেনাপোল ইমিগ্রেশনে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তারা। এনিয়ে গত এক সপ্তাহে ভারত ফেরত ৭ বাংলাদেশি করোনা পজিটিভ হয়েছেন।

জানা গেছে, তারা ভারত থেকে করোনা নেগেটিভ সনদ এনেছিলেন। কিন্তু সন্দেহ হওয়ায় বেনাপোল ইমিগ্রেশনে নমুনা পরীক্ষা করা হলে পজিটিভ ধরা পড়ে।

এদিকে তাদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে নেওয়া হয়েছে। আক্রান্ত যাত্রী খুলনার মিতা বিশ্বাস ও তার ছেলে অনুপম বিশ্বাস। চিকিৎসা জন্য মেডিকেল ভিসায় গত মাসে ভারতে গিয়েছিলেন তারা।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা সুবাসিস রায় আরটিভি নিউজকে জানিয়েছেন, আক্রান্ত যাত্রীরা ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এ সময় মা ও ছেলের শরীরের তাপমাত্রা বেশি দেখা যায়। পরে মা ও ছেলের শরীর থেকে নমুনা নিয়ে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাদের যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে নেওয়া হয়েছে।

তাদের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন আছে কি না তা পরীক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh