বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২০:৪৫
আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বাগেরহাটে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
বাগেরহাট সদর থানার ওসি আজিজুল ইসলাম আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল, সন্ধ্যা ও রাতে উপজেলার মুক্ষাইট এবং গোটাপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সদস্য আসলাম কাজী টুটুল, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সমশের আলীর কর্মী-সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ সময় ইউপি সদস্য আসলাম কাজী টুটুলের দোকান ও উভয়পক্ষের অন্তত ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করে ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এমআই/এসকে
মন্তব্য করুন