• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাসের নিচে সিএনজি, নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ১৮:২৫
বাসের নিচে সিএনজি, নিহত ৩
বাসের নিচে সিএনজি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। কক্সবাজার সদর হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

শুক্রবার ( ১৪ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে ঈদগাঁও চান্দের ঘোনা নামের এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিম জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলেই রয়েছে। অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়লে দুমড়ে-মুচড়ে যায়। পরে আমরা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, দুর্ঘটনা কবলিত পূরবী নামের বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিল। আর বিপরীত দিক থেকে আসছিল সিএনজি অটোরিকশাটি। দুর্ঘটনার পর পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযানে অংশ নেয়।

রামু ফায়ার সার্ভিসের ইনচার্জ সোমেন বড়ুয়া বলেন, পুলিশ দুইজন ও আমরা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। আহত দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
X
Fresh