আরটিভি নিউজ
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ২২:৪৩
‘নিখোঁজ’ হওয়ার ৩ দিন পর ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার তিন দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের লাশ সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া।
তিনি বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক সাভারে ভাড়া বাসায় থাকতেন। তিনি তিনদিন আগে নিখোঁজ হন। আজ সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেক সাভারে নতুন বাড়ির নির্মাণের কাজ করছিলেন।
এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্কর রায় বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।
এনএইচ
মন্তব্য করুন