• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২২, ০৯:৫০
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার কারণে মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে যানজট, ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী পরিবহনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সেতুর ২৬ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সকাল ৭টা ৫ মিনিট থেকে সাড়ে ৮টা পর্যন্ত একঘণ্টা ২৫ মিনিট টোল আদায় বন্ধ রাখা হয়। ফলে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোররাত থেকেই পশ্চিমপাড়ে সিরাজগঞ্জের অংশে মহাসড়কে পরিবহনের চাপ ছিল। এতে ধীরগতিতে চলাচল করে যানবাহন। এ ছাড়া সকালের দিকে সেতুর ওপর ২৬ নম্বর পিলারের কাছে ঢাকাগামী লাশবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে চালক আহত হয়। এতে ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় দেড়ঘণ্টা সেতুতে টোল আদায় বন্ধ ছিল। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। ততক্ষণে সেতু্র দুইপাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, সকালের দিকে সেতুর ওপর দুর্ঘটনার ফলে মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া যানজটের ফলে মালবাহী ট্রাকচালকরা গাড়ি বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এতেও যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেতুর ওপর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাশবাহী গাড়িটি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়। তবে মহাসড়কে গাড়ির চাপ রয়েছে।
পি/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
ফরিদপুরের দুর্ঘটনার কারণ জানাল তদন্ত কমিটি
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
X
Fresh