• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৭৫ মণ জাটকা জব্দ করে এতিমখানার শিক্ষার্থীদের দিল কোস্টগার্ড

হাতিয়া প্রতিনিধি

  ১৪ জানুয়ারি ২০২২, ০৯:২৬
১৭৫ মণ জাটকা জব্দ করে এতিমখানার শিক্ষার্থীদের দিলো কোস্টগার্ড
জাটকা জব্দ করে এতিমখানার শিক্ষার্থীদের দেওয়া হয়, ছবি : প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে জব্দকৃত মাছগুলো ২০টি এতিমখানার শিক্ষার্থীসহ ২ হাজার গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে অভিযান করে ঢাকার মোকামে নিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে জব্দ করা হয় এসব জাটকা মাছ।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নলছিরা এলাকায় অভিযান চালায় বিসিজি স্টেশন কোস্টগার্ড হাতিয়া। অভিযান চালিয়ে নলচিরা ঘাটের কাছে মেঘনা নদী থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে থাকা ৬৪টি ঝুঁড়ি থেকে ১৭৫ মণ জাটকা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাটকা মাছগুলো এতিমখানা ও গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়; যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, জব্দকৃত এসব জাটকা মাছ ব্যাবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে হাতিয়ার কাজির বাজার থেকে নদী পার হয়ে চেয়ারম্যান ঘাট নিয়ে যাচ্ছিলেন।
পি/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিন সাগরে ভাসতে থাকা ১২ জেলে উদ্ধার
শরীয়তপুরে ৪০০ কেজি জাটকাসহ আটক ৪
মেঘনা থেকে ৭০ মণ জাটকা জব্দ 
তুরস্কে অভিবাসী নৌকা ডুবি, ৭ শিশুসহ নিহত ২২
X
Fresh