• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ২৩:৪৪
সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে অরক্ষিত সেপটিক ট্যাঙ্কে পড়ে আবদুল্লাহ রহমান ফরহাদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ীর পুকুরপাড় এলাকায় রুবেল মিয়ার জায়গায় সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশুটির মৃত্যু হয়।

তিন বছর বয়সী ফরহাদ টাঙ্গাইলের ধনবাড়ীর সয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে দেওয়ালিয়াবাড়ী এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকত।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে ফরহাদ ও তার যমজ ভাই তাসকিন বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে দুই ভাই সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। এ সময় প্রতিবেশী কিশোরী সুমাইয়া আক্তার ডালিয়া তাসকিনকে টেনে তোলে। তাসকিন ও সুমাইয়ার চিৎকারে আশপাশের লোকজন ফরহাদকে উদ্ধার করে তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh