• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্কুলে নারী শিক্ষিকাকে পেটানোর মামলায় প্রধান শিক্ষক কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ২২:৪৫
স্কুলে নারী শিক্ষিকাকে পেটানোর মামলায় প্রধান শিক্ষক কারাগারে
এ কে এম মাহবুবুল হক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি চাওয়াকে কেন্দ্র করে নারী সহকারী শিক্ষিকাকে পেটানোর মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত প্রধান শিক্ষককে স্কুল থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠিয়েছে।

অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম এ কে এম মাহবুবুল হক। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভুক্তভোগী শিক্ষিকা ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

অভিযোগ সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসিমা খাতুন গত ৬ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ১১টার সময় বিদ্যালয় ত্যাগের অনুমতি চান। পরবর্তীতে ৮ জানুয়ারি ১১টার সময় বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের নিকট ১১টায় বিদ্যালয় ত্যাগ করার পুনরায় অনুমতি চান। এ সময় প্রধান শিক্ষক জানায় বেলা ১টার আগে বিদ্যালয় ত্যাগ করা যাবে না।

গত বৃহস্পতিবারে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন বলে জানালে তিনি বলেন, তোমাকে কি জবাবদিহি করতে হবে। এই কথা বলে প্রধান শিক্ষক সহকারী শিক্ষিকার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং পায়ের জুতা খুলে পেটাতে থাকেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন সুলতানা ও পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার পিওন এসে শিক্ষকের হাত থেকে তাকে উদ্ধার করে।

পরে গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক নাসিমা খাতুন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, বালিয়াকান্দি থানাসহ বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, বিদ্যালয়ে শিক্ষকদের এমন আচরণ মোটেই কাম্য নয়। নারী শিক্ষককে মারধরের ঘটনায় আমরা সত্যিই লজ্জিত।

বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন আরটিভি নিউজকে বলেন, গত বুধবার রাতে ওই শিক্ষিকা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি প্রধান শিক্ষক এ কে এম মাহবুবুল হককে বৃহস্পতিবার ১১টার দিকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুজিবনগর দিবসে উপজেলায় ছুটি, থাকছে নানা কর্মসূচি
আইপিএলের জন্য ছুটি বাড়লো মোস্তাফিজের 
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
X
Fresh