Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২৯ জানুয়ারি ২০২২, ১৫ মাঘ ১৪২৮

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ২০:৪৪
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ২২:২৬
discover

লঞ্চের ধাক্কায় চাঁদপুর লঞ্চ টার্মিনালের পন্টুন ভেঙেছে

লঞ্চের ধাক্কায় চাঁদপুর লঞ্চ টার্মিনালের পন্টুন ভেঙেছে
চাঁদপুর লঞ্চ টার্মিনাল

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চ এমভি সাব্বির-২-এর ধাক্কায় পন্টুন ভেঙে গেছে। গতকাল বুধবার (১২ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণাঞ্চলের ঘোষেরহাট থেকে ঢাকা যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রা বিরতির সময় রাত সোয়া ১টার দিকে ২ নম্বর জেটির পন্টুনে স্বজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী লঞ্চ এমভি সাব্বির-২। এতে পন্টুন ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়।

তাৎক্ষণিক চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে সাব্বির লঞ্চের ৩ জন স্টাফকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। বিআইডব্লিউটিয়ের নৌ-বন্দরের পরিবহন পরিদর্শক (টিআই) শাহআলম নৌ-থানা থেকে আটকদের ছাড়িয়ে নিয়ে যায়। তারপর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাঁদপুর ঘাট থেকে সাব্বির লঞ্চটি ছাড়িয়ে দেয় বলে ঘাটের বিভিন্ন লঞ্চের স্টাফ ও সুপার ভাইজার আরটিভি নিউজকে জানান।

চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজাহিদুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, সাব্বির লঞ্চের ৩ জনকে দুর্ঘটনার পর আটক করা হয়। টিআই শাহআলম তাদের ছাড়িয়ে নিয়ে যায়। তবে এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা যায় বন্দর কর্মকর্তা কাউসারুল ইসলাম, সিপিও মাহমুদুল হাসান এমভি সাব্বির লঞ্চের স্টাফদের নিয়ে সমঝোতার বৈঠক করে। তাতে সাব্বির লঞ্চের কর্তৃপক্ষ পন্টুন মেরামত করে দিবেন বলে জানান।

এমআই/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS