• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বীর মুক্তিযোদ্ধাকে ‘শ্বাসরোধে হত্যা’

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২২, ১৯:২৬
বীর মুক্তিযোদ্ধাকে ‘শ্বাসরোধে হত্যা’
আবদুর রহমান

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কান্দুঘর গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জমির আইল নিয়ে বিরোধের জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির নাম আবদুর রহমান। আরটিভি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার সকালে আবদুর রহমানের ভাই করিম মিয়া ও তার ছেলেরা বাড়ির দক্ষিণ পাশের জমির আইল মেরামত করতে যান। এ সময় প্রতিবেশী কামাল হোসেন ও তার ভাই মো. বাবুর সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। বিবাদ শুরু হলে এগিয়ে যান আবদুর রহমান। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। আবদুর রহমান মাটিতে পড়ে গেলে চেপে ধরা হয় তার গলা। এতে ঘটনাস্থলেই আবদুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কামাল হোসেন ও তার স্বজনরা পলাতক।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
চাঁদপুরে পৃথক ঘটনায় ২ মরদেহ উদ্ধার
X
Fresh